নেত্রকোনার কেন্দুয়ায় চেয়ারম্যানের ভুয়া স্বাক্ষর ও সীল তৈরি করে জন্মনিবন্ধন তৈরির অপরাধে এক মাসের সাজাপ্রাপ্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত রোমান আহম্মেদ (৩৫) কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের মৃত কেনু মাতব্বরের ছেলে।
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের বিনাশ্রম সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
এসময় ভুয়া জন্মনিবন্ধন তৈরির অভিযোগে পৌর শহরের কোর্ট রোড এলাকার বিসমিল্লাহ কম্পিউটার দোকানের নূরে আলমকে ৫ হাজার টাকা ও চিরাং রোডের অণিমা ফটোস্ট্যাটের সাকিবুজ্জামান সাকিবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, পৌর শহরের কোর্ট রোড এলাকার খোকন মাস্টারের মার্কেটের একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে কান্দিউড়া ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন উদ্যোক্তা রোমান আহম্মেদ। তার বিরুদ্ধে ভুয়া জন্মনিবন্ধন তৈরির অভিযোগ পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানকে সঙ্গে নিয়ে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উদ্যোক্তা রোমান আহম্মেদকে ১ মাসের কারাদণ্ড দেন আদালত।
এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
বিডি প্রতিদিন/কালাম