বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা লাল মিয়া মন্ডল (৭২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
মুক্তিযোদ্ধা লাল মিয়া মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে। অভিযোগ, রবিবার বিকেলে একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে আব্দুল হালিম ও তার পুত্র হাসিব এবং আহসানের নেতৃত্বে ১৫/২০ জনের মুখচেনা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই মুক্তিযোদ্ধা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল হালিমের পুত্র হাসিব তাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরেন। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানা পুলিশকে অবগত করা হলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যান। থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব