শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চরভাগা এলাকার ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরভাগা ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো নাবিলা (২) ও সম্রাট (২)। কৃষক সাদ্দাম হাওলাদারের ছেলে সম্রাট ও অপর ইসমাইল সরদারের মেয়ে নাবিলা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের বাড়ির ডোবার পাশে খেলছিল। স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ওসি এনাম হোসেন জানান, ডোবায় পড়ে দুটি শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব