মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র ও স্থায়ী সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও আগামীতে সকল মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, ব্রিজ ও কালভার্টের নামকরণ করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধা যাঁরা তালিকা থেকে বাদ পড়েছেন, তারা আজ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বিষয়েও আগামীতে ব্যবস্থা নেয়া হবে।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরে মুক্তিযুদ্ধ শহীদ জাদুঘর পরিদর্শনকালে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে আর কোন ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করার সুযোগ নাই। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম সহিদ ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
বিডি প্রতিদিন/এ মজুমদার