বিশ্ব বসতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেস হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম ফয়জুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী।
বিডি প্রতিদিন/এ মজুমদার