আগামী ১৪ অক্টোবর শেরপুর সদর উপজেলার নির্বাচন উপলক্ষে সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং তার কন্যা সরকারী কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি’র বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগ করেছেন নিজ দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল প্রতীক) সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। একই সাথে হুইপ আতিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর ছাড়ার আলটিমেটাম দিয়ে মিনাল বলেছেন, অন্যথায় নির্বাচনী অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন তিনি।
অভিযোগে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিক এমপি অকারণে ১৭ দিনের সরকারি কর্মসূচি নিয়ে শেরপুরে এসে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের রফিকুল ইসলামের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে হুইপ কন্যা সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি চাকরির নামে গ্রামে গ্রামে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। হুইপ আতিক সরকারি প্রোটেকল নিয়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে ও তার কন্যা সরকারী কর্মকর্তা হয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালান তা প্রশাসন দেখছেন না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুইপ আতিক এলাকা না ছাড়লে ও সরকারি ওই কর্মকর্তাকে প্রত্যাহার না করলে আগামীকাল মঙ্গলবার বেলা ১২ টা থেকে জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অনশন করা হবে।
তিনি আরো অভিযোগ করেন, সরকারি দলের হুইপ ক্ষমতা খাটিয়ে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা, শিক্ষক ও সরকারি কর্মচারীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। ইভিএম এ ভোট হলেও ভোট কেন্দ্রের ভিতরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য বাধ্য করা হবে ঘোষণা দিচ্ছে সরকারি দলের প্রভাবশালীরা- এমন অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
এসব বিষয়ে হুইপ আতিক বলেন, আমি এলাকার এমপি হিসেবে উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ পরিদর্শনের জন্য স্থানীয় প্রশাসনকে কর্মসূচি দিয়ে ১৭ দিনের জন্য সরকারি সফরে এসেছি। তবে নির্বাচনের কোন কর্মকাণ্ডে যাওয়ার প্রশ্নই আসে না। আমি গ্রামের বাড়িতেও যাই না। হুইপ আতিকের দাবি তার কন্যা সরকারি কর্মকর্তা হওয়ায় ১৪ টি ইউনিয়নেই নির্বাচনের অনেক আগে থেকেই সরকারি কাজের অংশ হিসেবে বিভিন্ন পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন ও মহিলাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। অমি’র বিরুদ্ধে এমন অভিযোগ অবান্তর।
বিডি প্রতিদিন/হিমেল