ভালুকায় সর্বস্তরের মানুষের সাথে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি রোধে কী করণীয় সাধারণ মানুষের পরার্মশ শোনেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।
প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পরেছে। দুর্নীতিবাজ যেই হোক তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে। সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতি বন্ধ না করলে প্রশাসনের দুর্নীতি বন্ধ করা যাবে না। সাধারণ মানুষকে দুর্নীতি রোধে রুখে দাঁড়ানোর আহবান জানান। বর্তমানে দুর্নীতি অভিযানের ফলে সরকারের মন্ত্রী-এমপিরাও সাবধান হয়েছে গেছেন। স্থানীয় দুর্নীতি দমন কমিটিকে ঘরে বসে না থেকে ওয়ার্ড পর্যায়েও দুর্নীতি রোধে কাজ করার নির্দেশ দেন।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যা রাখেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামা আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার