ভুয়া কাজ ও বিল ভাউচারের মাধ্যমে ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগে দুদক অভিযান চালিয়েছে।
সোমবার সকালে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত অঞ্চলের উপ-পরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
এ সময় তারা গণপূর্ত বিভাগের বিভিন্ন ফাইলপত্র অনুসন্ধান চালান এবং নতুন করে কাজ হওয়া সরকারি ভবনগুলো পরিদর্শন করেন। পরে দুপুরে দিকে তারা যশোরে ফিরে যান। তবে এ বিষয়ে দুদকের দল জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
গণপূর্ত বিভাগের একটি সূত্র থেকে জানা যায়, ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাইখ ভুয়া কাজ ও বিল ভাউচারের মাধ্যমে বিভাগের প্রায় ১০ কোটি টাকা লোপাট করে। এই ঘটনায় বাংলাদেশ প্রতিদিন সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় সোমবার সকালে দুদক ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপস্থিত হয়। এ সময় তারা গণপূর্ত বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করেন।
গণপূর্ত বিভাগের নানা অসঙ্গতি দুদক কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। বিষয়টি দুদক কর্মকর্তারা নির্বাহী প্রকৌশলীর কাছেও জানতে চায়। এ সময় নির্বাহী প্রকৌশলী তাদের কাছে সদুত্তর দিতে পারেনি বলে জানা গেছে। তবে নির্বাহী প্রকৌশলী তাদেরকে বিভিন্ন কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন