বাংলাদেশ ও ভারত সরকারের যৌথভাবে প্রতিষ্ঠা করা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট থেকে আইন অমান্য করে অবৈধ ভাবে লাখ লাখ টাকার মালামাল পাচার করছেন একটি ব্যবসায়ী চক্র। রবিবার পুলিশ অবৈধভাবে পাচার করা মালামালসহ ১৩ জনকে গ্রেফতার করেছেন।
এ সময় দুইটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। এছাড়াও বিজিবি গত চার সপ্তাহে পাঁচ লাখ টাকার মালামাল জব্দ করেছে। এতে করে সীমান্ত হাটের উদ্দেশ্য ব্যহত হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া থানার বাঁশপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৪০), পিরোজপুরের স্বরুপকাঠি থানার পার্টিকেল বাড়ি গ্রামের শামিম মিয়া (৪২), নারায়নগঞ্জের সদরের নন্দীপাড়া এলাকার মো. সেলিম রানা (৩০), চট্টগ্রামের সাতকানিয়ার সামনেরপাড়া এলাকার মাসুদ রানা (২০), সাতপাড়া গ্রামের মো. রাসেল মিয়া (২৮), সোনারকানিয়া গ্রামের মো. আরিফ (২৪), চাদঁপুরের কচুয়া থানার সাহারপাড় গ্রামের মো. আবু বক্কর (৩৪), ঢাকার সাভার থানার জয়নাবাড়ী এলাকার মো. মোশাররফ হোসেন (৩৫), মো. আসলাম মিয়া (৩৫), মো. জহিরুল ইসলাম (২৮), মানিকগঞ্জের সিংগাইড় থানার সুদখিড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০), নোয়াখালীর সুধারামপুর থানার কদমতলা এলাকার মো. মোহন (২৮), নোয়াখালীর সেনবাগ থানার ছাতারপাইয়া তানবির আলম (৩৪)। গ্রেফতারকৃতদের সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ এক একর ৫০ শতক জায়গাজুড়ে সীমান্ত হাট বসে। প্রত্যেক রবিবার এ হাটের সাপ্তাহিক দিন। এতে ভারতের ২৫টি এবং বাংলাদেশের ২৫টি দোকান বসে। হাটে প্রশাসধনী সামগ্রী সাবান, শ্যাম্পু, বিভিন্ন জাতের তেল, পাউডার, চাপাতা, চকলেট, গুড়ো দুধ, বিস্কুট ও মেহেদী, শাড়ী, ফলমুল এ হাটে ক্রয়-বিক্রয় হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, অবৈধ ভাবে মালামাল পাচারের সময় দুইটি মাইক্রোবাস প্রশাধনী সামগ্রীসহ ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৬০ বিজিবির অধিনায়ক (সিও) মো. ইকবাল হোসেন বলেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র কয়েকজনকে এনে হাট থেকে মালামাল ক্রয় করতে এক সাথে জমিয়ে পাচার করেন। বিজিবি গত চার সপ্তাহে ৫ লাখ ১৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সদস্য কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, সীমান্ত হাটে প্রতি রবিবার এক হাজার পাস বিতরণ করা হয়। এ ছাড়াও ৫ কিলোমিটারের মধ্যে বাসিন্দাদের বাৎসরিক কার্ডধারীরা এ হাটে যেতে পারেন।
বিডি প্রতিদিন/হিমেল