ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পাচারের সময় জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চত্তরের সামনে একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও চারটি মাদরাসা ও এতিম খানায় এ মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা আবদুস ছালাম। রবিবার দিবাগত রাত ৯টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে পাচারের সময় উপজেলার উমেদপুর সীমান্ত এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে উপজেলা মৎস কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। পরে একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও চারটি মাদরাসা ও এতিম খানায় এ মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, সাধারণ মানুষকে আরও সচেতন থেকে এ ধরনের অভিযান পরিচালনা করতে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং অবৈধ পাচার অভিযান জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল