ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আব্দুল হক (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের ছেলে মো. কাউছার মিয়া বলেন, রাতের খাবার খেয়ে বাবা-মা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মার ঘুম ভেঙে গেলে দেখেন বাবা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে একটি কাঠাল গাছে বাবার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল