চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি সুজন মিয়া জীবননগর উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর সাংসারিক কলহের জের ধরে স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী সুজন মিয়া। এ ঘটনায় রুনার পিতা বদর উদ্দীন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। স্বাক্ষ্য প্রমাণে আসামী সুজন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার