নাটোর-নওগাঁ আসনের সাংসদ এবং নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহম্মেদ স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে সদর উপজেলা দক্ষিণ ছাতনী পূর্বপাড়া জান্নাতুন জামে মসজিদ (ভাটপাড়া) পরিদর্শন শেষে তিনি এ মতবিনিময় করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন সদর উপজেলার ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, আওয়ামী লীগ নেতা দুলাল সরকার।
বিডি প্রতিদিন/হিমেল