সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি নষ্টসহ নানান অনিয়মের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের তিন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন ও সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ওমর ফারুক (কসাই ফারুক), ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল), বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ (মাছ ব্যাপারী সবুজ)।
বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন তিন নেতা বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক নানা ধরনের অনিয়মের অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের এ তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার