নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বেওয়ারীশ পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের শহরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাপড়াপট্রি, নতুন বাজার ও খানকা শরীফ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ওই এলাকার ইউপি সদস্য।
কেউ বলেছেন কুকুর মারতে প্রকল্প দিতে আবার কেউ বলেছেন কুকুর কামড়ে দায়িত্ব তাদের না।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- শিশু মুসকান, আয়রিন, আলামিন, কালাম , নাসরিন, রাজু, শারমিন, নওরীন, কামাল, মোক্তার, আরাফাত, নাসিম, মহিবুল, তাসিন, অনিম, জামাল হোসেন, আলাউদ্দিন কবীরুল, দৌলত মন্ডল সজীব মাহমুদ, পেয়ারা বেগম, পাকনা শফিক।
এনায়েতনগর ইউপির ৯ং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এতো বেওয়ারীশ কুকুর বেড়েছে যা গনণার সাধ্য নেই। রবিবার প্রায় ২০ জনকে কামড়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ থেকে ৮ বছরের তিন শিশুসহ আরো ২০ জনকে কামড়িয়েছে। এবিষয়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার সঙ্গে আলাপ করতে গেলে তিনি বলেন মানুষকে কামড়ালে আমার কিছু করার নেই। অথচ এর আগে যারা ছিলেন এই বিভাগে তারা কুকরে কামড়ে আহতদের সহায়তা দিতেন
একই বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাসকে জানালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাতে বলেন ও কুকুর নিধনে একটি প্রকল্প দিতে একটি আবেদন করতে বলেন।
তিনি আক্ষেপ করে জানান, জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব আমার এলাকার নাগরিক কুকরের কামড়ে আহত হলে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমি সংশ্লিষ্ট উপজেলায় কোন সহায়তা পেলাম না। আমি আহতদেরকে কি জবাব দেব। তবে সন্ধ্যায় নিজ উদ্যোগে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছি।
এদিকে আহতদের অনেকেই শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আবার অনেকেই প্রাইভেট চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে দরিদ্র যারা রয়েছে তাদেরকে দুই হাজার টাকা করে সহযোগিতা করা হবে।
এ বিষয়ে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার জানান, আমাদের বিভাগটি শুধু কোন কুকুর কোন প্রাণীকে কামড়ালে ব্যবস্থা নিতে পারে। মানুষকে কামড়ালে নয়। মানুষকে কামড়ালে বিষয়টি দেখবে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি প্রতিদিন/হিমেল