দিনাজপুরে বৃষ্টিপাতের শুরুতে বজ্রপাতে মোরশেদুল ইসলাম ওরফে ঝরু নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় তার বাবা নিজামুল হক ওরফে টুটু আহত হয়েছেন।
সোমবার দুপুরে দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির খামারঝাড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে সোমবার বিকালে জেলার হাকিমপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জানিব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত মোরশেদুল ইসলাম ওরফে ঝরু(২৩) দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির খামারঝাড়বাড়ীর নিজামুল হক ওরফে টুটু’র ছেলে। অপর ঘটনায় নিহত জানিব আলী (৭০) হাকিমপুরে উপজেলা খট্টামাধবপাড়া ইউপির দক্ষিণ মাধবপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
আউলিয়াপুর ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মোকসেদুল জানান, সোমবার দুপুরে দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির খামারঝাড়বাড়ীর মোরশেদুল ইসলাম ওরফে ঝরুসহ তার বাবা বাড়ীর পাশে জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাত শুরুতে বজ্রপাত হলে মোরশেদুল ইসলাম ওরফে ঝরু নিহত হয়। এসময় তার বাবা নিজামুল হক ওরফে টুটু হয়। আহত বাবা নিজামুল হককে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোকলেছার রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে বাড়ির পশ্চিম পাশে মাঠের জমিতে বাবা জানিব আলী কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল