টাঙ্গাইলের সখীপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার তক্তারচালা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ইমন মিয়া (২০) উপজেলার তক্তারচালা গ্রামের ফজল মিয়ার ছেলে। এর আগে ওই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী বখাটে ইমন ঘরে ঢুকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌঁড়ে এলে ইমন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, মামলার একমাত্র আসামি ইমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে। এছাড়া একইদিন শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে টাঙ্গাইল আদালতে নেওয়া হবে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/হিমেল