সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটা উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার ১২ টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
শ্যামনগরে বজ্রপাতে নিহতের নাম টুটুল হোসেন (২০)। সোমবার বেলা ১২ টার দিকে আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ এলাকায় মাছের ঘেরে কাজ করার সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তার মৃত্যু হয়। টুটুল খুটিকাটা গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে।
এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে দেবহাটা উপজেলার কালডাগর বিলে কাজ করার সময় বজ্রাঘাত হলে মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ মন্ডল (৫৫) নিহত হয়। নিহত কোড়া গ্রামের আহাদ আলীর ছেলে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা ও শ্যামনগর থানার নাজমুল হুদা ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল