পটুয়াখালীর কলাপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহববুর রহমান মহিব এমপি। শারদীয় দুর্গা উৎসবের দ্বিতীয় দিনে রবিবার রাত ৮ টার দিকে পৌর শহরের জগন্নাথ আখড়া নাট আঙ্গিনায় দুর্গা মণ্ডপসহ চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তার সফরসঙ্গী ছিলেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবর রহমান। জগন্নাথ আখড়া নাট আঙ্গিনায় দূর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল