পিরোজপুরে এক সাংবাদিক পরিবারের ৫ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পরে।
জানা যায়, ঢাকায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কর্মরত সাংবাদিক আলী রিয়াজের বাবা মুক্তিযোদ্ধা কেএম মোসলেম আলী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করে। মঙ্গলবার রাত ৯টার দিকে পরিবারের সবাই রাতের খাবার খেলে তারা একে একে সবাই অসুস্থ হয়ে পরে। পরিবারের ৬ জন সদস্যের মধ্যে ৫ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন মুক্তিযোদ্ধা কেএম মোসলেম আলী, নুরুন্নাহার বেগম, মুন্নি আফরীন, রুমী আফরীন, মিথীলা আক্তার।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দীন জানান, খাদ্যে বিষক্রিয়ায় পরিবারের সবাই অসুস্থ হয়েছে। একজনের অবস্থা গুরুতর। তার জ্ঞান এখনও ফিরেনি। তার চিকিৎসা চলছে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি হাসপাতেল গিয়েছিলেন। এ বিষয়ে অভিয়োগ দেয়া হলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ