বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় শেরপুরের আড়ংশাইল এলাকায় এক দুর্ঘটনায় তিনি নিহত হন।
আসমা খাতুন শেরপুর উপজেলার বিশালপুর তেঘরি গ্রামের আবদুর রশিদের স্ত্রী (৫২)। আবদুর রশিদ বিশালপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, আবদুর রশিদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী আসমা খাতুনকে মোটরসাইকেলে নিয়ে শেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু'জন মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আসমা খাতুন মারা যান। পরে এলাকাবাসী আব্দুর রশিদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন