নোয়াখালীর সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়িতে আব্দুল ওহাব নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল ওহাব নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির আবদুল কাদেরের ছেলে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বসত ঘরে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিডিলসহ আব্দুল ওহাবকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন