বগুড়া জেলা বিএনপির অধীনস্থ আরও ১০টি সাংগাঠনিক থানা (উপজেলা ও পৌর) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম সিরাজ এমপি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এ নিয়ে দু’দফায় মোট ২৪টি সাংগাঠনিক থানা কমিটির মধ্যে ২১টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হল। এসব কমিটি আগামী ৬০ দিনের মধ্যে অধীনস্থ সকল ইউনিটের কমিটি গঠন করে স্ব স্ব সাংগাঠনিক শাখার সম্মেলন আয়োজন করবে। এখন আহ্বায়ক কমিটি বাকী রয়েছে গাবতলী উপজেলা ও পৌর এবং শাজাহানপুর উপজেলা কমিটির।
এর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২৪টি সাংগাঠনিক থানা কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপি।
ঘোষিত কমিটিগুলো হলো বগুড়া শহর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মাহবুবর রহমান বকুল যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামীম, সদর উপজেলার ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলী, যুগ্ম আহ্বায়ক এসএম রাসেল মামুন, নন্দীগ্রাম উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাফিজার রহমান শাহীন এবং পৌর শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমান ফিলু, কাহালু উপজেলার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক সেলিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন এবং পৌর শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন বাদল যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম, সারিয়াকান্দি উপজেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক আবুল কাশেম যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম এবং পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক ইকবাল কবির পলাশ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুফল, সোনাতলা উপজেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক একেএম হাসানুল হাবিব রাজা যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব সাচ্চু এবং পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মহিদুর রহমান সিজুল যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রন্জু।
বিডি প্রতিদিন/কালাম