পাবনার সদর উপজেলার চরঘোষপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকের এ সংঘর্ষে গুলিবিদ্ধ দশজনসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরঘোষপুরে বাড়ির পাশে নিজেদের জমিতে ফুটবল খেলছিল এক মহল্লার লোকজন। পাশের মহল্লার লোকজনকে খেলায় না নেওয়ায় তারা চাঁদা দাবি করেন। এ সময় তারা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে মারপিট করে ওই গ্রামের কায়েম ও হাবিবর পক্ষের লোকজন। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে কায়েম ও হাবিবর গ্রুপের লোকজন পরে অস্ত্র লাঠিসোটা নিয়ে আরিফুলদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে এলোপাথারি গুলি চালায়। এতে আরিফ গ্রুপের দশ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ২৫ জন।
এ বিষয়ে অপর পক্ষের হাবিবুর রহমান বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নয় কায়েমরা কয়েকজন ছিল। তবে গুলাগুলির ঘটনা ঘটে নাই। বিষয়টি নিয়ে কায়েমের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনও সন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করি। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে সেখানে পরিবেশ শান্ত রয়েছে। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে কারা গুলি করেছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/আরাফাত/শফিক