নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের কামড়ে বেলাল হোসেন (২৬) ও মৌসুমী আক্তার (২১) স্বামী-স্ত্রীর একই সঙ্গে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে কামড় দেয়। পরে তারা বুঝতে পেরে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে।
পরিবারের সদস্যরা তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি আটক করেন।
স্থানীয়রা আরও জানান, মাস খানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজ উদ্দিনও সাপের কামড়ে মারা যান। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম