রাজশাহীর বাগমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দীনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
দীনা খাতুন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের এমদাদুল হক ওরফে টুনুর স্ত্রী।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, একটি যাত্রীবাহী বাস ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি নন্দনপুর (চিকাবাড়ি) নামক স্থানের ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে যাত্রী দীনা খাতুন বাইরে ছিটকে পড়ে। তখন বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে দীনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন