রাঙামাটিতে যৌথবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ দুইজন আটক হয়েছেন। শুক্রবার দুপুরে রাঙামাটি সদরের বাদলছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী রেশ চাকমা (৩৪) ও পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী রূপায়ন চাকমা (৪৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি সদরের বাদলছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় ওই এলাকায় অবস্থান করছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ কর্মী রেশ চাকমা। পরে চারপাশ ঘেরাও করে তাকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় তাকে তল্লাশি চালিয়ে একটি এলজি (অস্ত্র) ও ২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রথমে নানিয়ারচর থানায় পরবর্তীতে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী রূপায়ন চাকমাকে। পরে তাকে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রণি জানান, আটক দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাঙামাটি আদালতে তোলা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম