সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি শামীম বিল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শক্রবার দুপুর ৩টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর খানপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম বাবলু সরদার।
এনিয়ে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শক্রবার দুপুরে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি টিম শ্যামনগরের ইছাপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম আসামি বাবলু সরদারের ছেলে শামীম বিল্লাহকে গ্রেফতার করে। পরে তারা শ্যামনগর থানা পুলিশকে অবিহিত করে আসামিকে ঢাকায় নিয়ে যায়। তবে গ্রেফতার শামীম বিল্লাহ বুয়েটের ছাত্র কিনা সে বিষয়ে কিছুই নিশ্চিত করতে পারেনি শ্যামনগর থানা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল