মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখোলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ একই পরিবারের দু'জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাগুরা শহরের কলেজ পাড়ার আরজিনা বেগম (৪৮) এবং মাগুরা সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের বারিক মোল্লার ছেলে পিকুল মোল্লা (৫০)।
নিহত আরজিনা বেগমের ভাগ্নে ইমাম জাফর জানান, তারা মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে সদরের শ্রীরামপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে অংশ নেয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা বেগমের স্বামীর নাম মিজানুর রহমান। নিহত পিকুল মোল্লা মিজানুর রহমানের ভগ্নিপতি।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে সদরের মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলে আঘাত করে। এ সময় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম ও পিকুল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন