উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নিজের স্ত্রীকে বিদেশে দালালদের কাছে বিক্রি করে কৌশলে পালিয়ে দেশে ফেরার অভিযোগ উঠেছে প্রতারক স্বামী মঞ্জু মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ রাবেয়া বেগম দালালদের কাছ থেকে প্রাণে রক্ষা পেয়ে গত ৬ অক্টোবর দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে নির্যাতিত গৃহবধূ রাবেয়া বেগম বাদী হয়ে গত বুধবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিডির সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, গত ২ বছর পূর্বে বন্দর থানার নূরপুর এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মঞ্জু মিয়ার সঙ্গে একই থানার পুরান বন্দর চৌধুরীবাড়িস্থ কলাবাগ এলাকার মোহাম্মদ আলী মিয়ার মেয়ে রাবেয়া বেগমের ৫ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মঞ্জু মিয়া জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান। বিয়ের ৬ মাস পর স্বামী মঞ্জু মিয়া তার স্ত্রী রাবেয়াকে লেবাননে নিয়ে যায়।
গৃহবধূর বাবা মোহাম্মদ আলী জানান, প্রতারক স্বামী মঞ্জু মিয়া আমার মেয়ে রাবেয়াকে দিয়ে সেদেশে অসামাজিক কাজে লিপ্ত থাকতে বাধ্য করে। এক পর্যায়ে গত বছরের ২১মে ওই দেশের দালালদের কাছে আমার মেয়েকে বিক্রি করে দেশে ফিরে পুনরায় আরো একটি বিয়ে করে। পরে গৃহবধূ রাবেয়া বেগম দালালদের কবল থেকে মুক্তি পেয়ে গত ৬ অক্টোবর দেশে ফিরে স্বামীর বাড়িতে উঠে তার অনৈতিক কাজের প্রতিবাদ করলে মঞ্জু ও তার বোন আমেলা এবং ২য় স্ত্রী রুনা তাকে বেদম মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়।
বিডি-প্রতিদিন/শফিক