সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাতলঠি গ্রামে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলা লক্ষীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রাজ্জাক সাতলাঠি বাজারে গেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার হাফিজুর ও হানিফসহ কয়েকজ তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সংবাদ পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম