বাগেরহাটের শরণখোলায় আলম হাওলাদার (৩৮) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সোনাতলা গ্রামের আবুল হাশেম হাওলাদারের ছেলে।
নিহতের বাবা আবুল হাশেম হাওলাদার জানান, সোনাতলা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে শাহনাজ বেগমকে প্রায় ২০ বছর আগে বিয়ে করেন তার ছেলে আলম। তাদের সংসারে দুই ছেলে-এক মেয়ে রয়েছে। এরমধ্যে প্রতিবেশী এক নারীর সঙ্গে আলমের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ কারণে স্ত্রী তাকে হত্যা কারেছে বলে তিনি অভিযোগ করেন।
জেলে আলমের স্ত্রী শাহনাজ বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে বাথরুমে যেতে ঘর থেকে বের হওয়ার পর তার স্বামী মাথা ঘুরে পড়ে যায়। এসময় প্রতিবেশীদের ডেকে তাকে ঘরে তোলার পরপরই তিনি মারা যান। তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সন্দেহের কারণে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক