বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের স্বাধীনতা স্কয়ারে ওলামা মাশায়েখ ও আয়েম্মাহ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
সংগঠনের সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহাম্মদুল্লাহ সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুস সামাদ, প্রচার সম্পাদক মারুফ আহম্মাদ মাসুদ, মো. মঈন, আলামিন ও মাও: ইয়াকুব।
এসময় বক্তারা আবরার ফাহাদ এর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম