বগুড়ায় লুঙ্গির গোছায় করে ইয়াবা বিক্রির সময় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল আকন্দকে (৩৬) গ্রেফতার করেছে সদর থানার পুলিশ সদস্যরা। শুক্রবার বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ফুলবাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, ২০১৪ সালে ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিল রাসেল। ওই মামলায় ২০১৬ সালে তার তিন বছর সাজা হয়। সাজা মাথায় নিয়ে রাসেল আবারও শুরু করেন ইয়াবার ব্যবসা। চট্রগ্রাম জেলার কোন এক এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে বগুড়াসহ আশপাশের জেলায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার পরনের লুঙ্গির গোছা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/শফিক