দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি হালিম পলাতক। শুক্রবার দুপুরে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই বখাটে হালিমকে আসামি করে মামলা করেন। অভিযুক্ত হালিম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া আশ্রয়ন গ্রামের বদিরুজ্জামানের ছেলে।
জানা যায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় বীরগঞ্জের ঐ স্কুলছাত্রী প্রাইভেট থেকে বাড়ি ফেরার সময় বলদিয়াপাড়া কবরস্থানের পাশে কাশবনে নিয়ে তাকে ধর্ষণ করে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে কাউকে ঘটনা বলতে নিষেধ করে। পরে ওই স্কুলছাত্রী বাড়ি আসলে কাপড়ে মাটি দেখতে পেয়ে তার মায়ের পীড়াপীড়ি কাঁদতে কাঁদতে তার মাকে সব খুলে বলে।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন সাংবাদিকদের জানান, মামলা হয়েছে। পলাতক আসামি হালিমকে গ্রেফতারের তৎপরতা চলছে। আমরা স্কুলছাত্রীকে এর আগেও ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পেয়েছি।
বিডি-প্রতিদিন/শফিক