বগুড়া শহরে দিনে দুপুরে বাসার গ্রীল কেটে নগদ টাকাসহ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় বগুড়া শহরের ভাটকান্দি উত্তরপাড়ার বাসিন্দা মৃত অস্ত্র প্রামাণিকের পুত্র মহিদুল ইসলামের বাসার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে একদল চোর। তারা বাসার গ্রীল কেটে রুম থেকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল