বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সোহেল খান ওরফে কালা সোহেল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘরে পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে জনপ্রতিনিধিদের নাম করে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতারের পর মোরেলগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, মোরেলগঞ্জের জিলবুনিয়া গ্রামের মতিউর রহমান খানের ছেলে হোহেল খান ওরফে কালা সোহেল ঘরে পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে জনপ্রতিনিধিদের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে। এই অভিযোগে উপজেলার জিউধরা গ্রামের ইব্রাহীম হোসেন বৃহস্পতিবার সন্ত্রাসী কালা সোহেলের নামে মোরেলগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করেন। এ অভিযোগের পর মোরেলগঞ্জ থানা পুলিশের অনুরোধে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি।
বিডি-প্রতিদিন/শফিক