ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জেলার সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর নির্দেশে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মো. বশির গাজী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে সুগন্ধা নদীতে পৃথক অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে নদীতে জাল রেখেই পালিয়ে যায় জেলেরা। এ সময় নদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
জব্দকৃত জালগুলো দুপুরে সুগন্ধা নদী তীরের কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
মো. বশির গাজী জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার মিটার কারেন্ট জাল, চার মণ ইলিশ মাছ, পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার এবং দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক