বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে পুটলি বানিয়ে ইয়াবা পাচারকালে আয়শা সিদ্দিকা (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)।
আটক নারী কক্সবাজারের টেকনাফ উপজেলার হুয়াইকং এলাকার বাসিন্দা।
শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘারাকান্দা বাইপাস মোড় থেকে ওই নারী মাদক বিক্রেতাকে হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন