কিশোরগঞ্জে মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, মালবাহী গাড়িটি চট্টগ্রাম থেকে জামালপুরের তারাকান্দা যাচ্ছিল। সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন পার হয়ে নীলগঞ্জ স্টেশনের কাছে মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় মালবাহী গাড়িটির ইঞ্জিনের পিছনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টার দিকে পড়ে যাওয়া বগিটি উদ্ধার করে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম