লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডস্থ কালুরাজ বেপারীবাড়ি এলাকায় দিনমজুর ইউসুফের ঘরে আগুন লেগে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল ১১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নজরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ ঘর নির্মাণের আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/শফিক