মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান রুকু দেওয়ান, শাহপরান ও আবু তাহের। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান বেপারী ও শহীদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুরর ষোলআনি গ্রামের শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও ককটল বিস্ফারণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক ও ৯টি ককটেল উদ্ধার করেছে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, পূর্বের একটি বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামের শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ৫ জনকে আটক করলেও এর মধ্যে একজন পথচারী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। বাকীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব