বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সারাদেশে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদানের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করার উদ্দ্যোগ নেওয়া নিয়েছে। প্রশিক্ষণ মানুষকে উন্নত জীবন এনে দেয়। তাই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণে অর্জিত আধুনিক জ্ঞান কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব।
শনিবার সকাল ১১টায় বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মিলনায়তনে উদ্যান ফসলের গবেষণা জোড়দারকরণ এবং চর এলাকার উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাছ আলীর সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি গবেষণা কেন্দ্র চেলোপাড়া বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, কৃষক ইয়াছিন আলি ও হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও আব্দুল মান্নান এমপি দুপুর ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার উপস্থিত ছিলেন। পরে আব্দুল মান্নান এমপি ফুলবাড়ী ইউনিয়নে ফুলবাড়ী জিসি আমতলী পাকা সড়ক উন্নয়ন কাজের এবং কালীয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন