নাটোর শহরের স্টেশন এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফ আলী ওরফে চানকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মাদক সম্রাট চান রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগইন গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টায় নাটোর ডিবি পুলিশ স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে চানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার