পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে কলেজের অধ্যক্ষ। শনিবার রাতে মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ১৩ জন নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে দেশীয় অস্ত্র লাঠি রড নিয়ে একদল দুর্বৃত্ত তুষখালী কলেজে ঢুকে কলেজ ক্যাম্পাসে থাকা গাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর শুরু করে। এ সময় কলেজে দায়িত্বে থাকা নাইটগার্ড খাইরুল ফরাজীকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে কলেজে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে তুষখালী কলেজের আশপাশের দশটির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিরোজপুর- মঠবাড়িযা- পাথরঘাটা সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে। শিক্ষার্থীরা এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার