দোয়া, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর জেলা আওয়ামী লীগের ব্যানারে খুনিদের শাস্তির দাবিতে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, এবিএম হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য সচিব মাহবুবুর রহমান জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল