চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
আজ রবিবার সকাল ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করা হয়। এরপর সেখান থেকে একটি শোক র্যালি বের হয়ে ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমপেক্স মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ