বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকালে রেলরোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দীন, ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম-আহ্বায়ক সরদার ফখরুল আলম সাহেব, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরাই জেল হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ছিল। আজও তারা বসে নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা নানা রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
পরে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম