ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালের নানামুখী সমস্যার সমাধান ও স্বাস্থ্যসেবার উন্নতির লক্ষে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহায়তায় রাজনৈতিক ফেলো, মাস্টার ট্রেইনার ও নারীর জয় সবার জয় নেটওয়ার্ক এ্যাডভোকেসী টীমের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শহরের একটি রেষ্টেুরেন্টে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেসী টীমের সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। প্রভাষক মো.মনির হোসেন এর সঞ্চালনায় উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা সদর জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন।
প্যানেল অতিথি ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ডা.আবু সাঈদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা.মাহমুদুল হাসান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সদস্য সচিব আবু কাউসার খান। আলোচনায় অংশ নেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জান্নাত পারভীন স্মৃতি, প্রভাষক জিয়াউর রহমান লাভলু, রাজনৈতিক ফেলো মিনহাজ মামুন ও সাঈদ হাসান সানী। এসময় বিভিন্ন রাজনৈতিক দলেরর সদস্য, সাংবাদিক, সামাজিত-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মতবিনিময়ে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা সদর জেনালের হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সমাধানের সুপারিশ সম্বলিত একটি লিখিত আবেদন জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের কাছে হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার