নাটোরে আগুনে পুড়ে গেছে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসির উদ্দীনের বাড়িসহ তিনটি বাড়ি।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ঝাউতলা বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ঝাউতলা বস্তিতে মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুড়ে যায় বাড়ির সবকিছু। এ সময় আগুন পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়লে ওই বাড়ি দুটিও পুড়ে যায়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের দু্টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই তিন পরিবারের সদস্যরা।
তবে মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের ছেলে আকরাম হোসেনের দাবি, পূর্ব বিরোধের জের ধরে যুবলীগকর্মী নাজমুল শেখ বাপ্পীর অনুসারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ তদন্ত করলে আসল তথ্য বেরিয়ে আসবে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ও লিডার মখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর রাত ১টার দিকে দুটি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। তবে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা বৈদ্যুতিক শট-সার্কিটে আগুনের সূত্রপাত উল্লেখ করে ঢাকায় রিপোর্ট পাঠিয়েছি।
এ ব্যাপারে যুবলীগ কর্মী নাজমুল শেখ বাপ্পী বলেন, আমার সমর্থকরা এ ধরনের নোংরা কাজ করতেই পারে না। আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ও আমার অনুসারীদের বিপদে ফেলতে এ ধরনের মিথ্যা, অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি ভালভাবে তদন্ত করলে এর সত্যতা বেড়িয়ে আসবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম